প্রার্থীর প্রোফাইল

সহ-সভাপতি (খুলনা) পদপ্রার্থী

মোঃ হায়দার আলী

মোঃ হায়দার আলী

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)

কর্মস্থলঃ খুলনা গণপূর্ত বিভাগ-১, খুলনা

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

সদস্য সচিব : আইডিইবি অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি, খুলনা জেলা শাখা।

সাধারণ সম্পাদক : বাপিডিপ্রকৌস, খুলনা জেলা শাখা।

সাবেক সভাপতি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখা।

সাবেক সহ-সভাপতি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখা।

সাবেক সহ সাধারণ সম্পাদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখা।

সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ১৫নং ওয়ার্ড, খুলনা মহানগর।

সাবেক সদস্য : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), খালিশপুর থানা, খুলনা মহানগর।

সাবেক সাধারণ সম্পাদক : বাপিডিপ্রকৌস, বাগেরহাট জেলা শাখা।

জনসংযোগ ও প্রচার সম্পাদক : আইডিইবি ভোলা জেলা শাখা।

সাবেক সাধারণ সম্পাদক : বাপিডিপ্রকৌস, চুয়াডাঙ্গা জেলা শাখা।

সাবেক চাকরি বিষয়ক সম্পাদক : আইডিইবি, চুয়াডাঙ্গা জেলা শাখা।

সাবেক সাধারণ সম্পাদক : বাকাছাপ, খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট, শাখা।

জীবনবৃত্তান্তঃ

সংগ্রামী, অসীম সাহসী, স্পষ্টভাষী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী জনাব মো: হায়দার আলী ছিলেন একজন প্রখ্যাত ছাত্রনেতা। মার্জিত রুচিসম্পন্ন ও স্মার্ট জীবন-যাপনে অভ্যস্ত। নিরলস পরিশ্রমী, দায়িত্বশীল এ নেতা ছাত্রজীবন থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সর্বদা সক্রিয়ভাবে জড়িত ছিলেন। কর্মজীবনের শুরু হতে বাপিডিপ্রকৌস ও আইডিইবিকে তিনি মনেপ্রাণে ভালবাসেন। নীতির প্রশ্নে আপোষহীন এবং সদস্য প্রকৌশলীদের অধিকার আদায়ে অকুতোভয়।

দীর্ঘ ঐতিহ্যের উত্তরাধিকার বাপিডিপ্রকৌস-এর সমৃদ্ধিতে অধিকতর ভূমিকা রাখতে নিরহংকার, বন্ধুবৎসল, সদালাপী এ নেতার পক্ষ থেকে আপনার আন্তরিক আশীর্বাদ, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করছি।

সংগ্রামী ও সদস্যবান্ধব এই নেতা ১৪৩২-১৪৩৪ টার্মের আসন্ন নির্বাচনে সহ-সভাপতি (খুলনা) পদে সম্মানিত সদস্য প্রকৌশলী ভাই-বোনের ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশী।