সহ-সভাপতি (রাজশাহী) পদপ্রার্থী

মোঃ ছাইদুজ্জামান
পদবীঃ সহকারী প্রকৌশলী (সিভিল)
কর্মস্থলঃ রাজশাহী গণপূর্ত সার্কেল, রাজশাহী।
সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ
বর্তমান : সভাপতি, বাপিডিপ্রকৌস, রাজশাহী জেলা।
২০০৭-২০১১ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, মানিকগঞ্জ জেলা শাখা।
২০১১-২০১২ : কাউন্সিলর, আইডিইবি ঢাকা জেলা নির্বাহী কমিটি, ঢাকা।
১৪১৬-১৪১৭ : কাউন্সিলর, বাপিডিপ্রকৌস, ঢাকা জেলা।
জীবনবৃত্তান্তঃ
ভদ্র, বিনয়ী, কোমল হৃদয়ের অধিকারী ও পরপোকারী সংগঠক মো: ছাইদুজ্জামান কর্মস্থলে সবার অত্যন্ত প্রিয় মানুষ। ভালোবেসে সবার মন জয় করার দুর্লভ গুণের অধিকারী এই নেতা ইতোপূর্বে ঢাকা জেলা বাপিডিপ্রকৌস এর কাউন্সিলর ও বাপিডিপ্রকৌস মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। জনপ্রিয় এই নেতা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমেও নিজের মেধার বিস্তৃতি ঘটিয়েছেন। রাজশাহী একাডেমী কর্তৃক জাতীয় শিশু একাডেমী পুরষ্কারে ভূষিত হয়েছেন। কর্মজীবনে উন্নততর প্রশিক্ষণের জন্য মালয়েশিয়ায় ১০ দিনব্যাপী এক কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে ঋদ্ধ করেছেন। তিনি ১৪৩২-১৪৩৪ টার্মের বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচনে সহ-সভাপতি (রাজশাহী) পদপ্রার্থী হিসেবে আপনার সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।