সহ-সভাপতি (বরিশাল) পদপ্রার্থী

মিজানুর রহমান
পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী
কর্মস্থলঃ বরিশাল গণপূর্ত বিভাগ বরিশাল
সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ
১৪২৯-১৪৩১ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, বরিশাল জেলা শাখা।
২০০৮-২০১০ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, ভোলা জেলা শাখা।
২০০৮-২০১০ : সাংগঠনিক সম্পাদক, আইডিইবি, ভোলা জেলা নির্বাহী কমিটি।
২০১০-২০১২ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, পটুয়াখালী জেলা শাখা।
২০১০-২০১৪ : দপ্তর সম্পাদক, আইডিইবি, পটুয়াখালী জেলা নির্বাহী কমিটি
২০১৮-২০২০ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, বরিশাল জেলা শাখা।
২০১৮-২০২০ : সহ-সাংগঠনিক সম্পাদক আইডিইবি, বরিশাল জেলা নির্বাহী কমিটি।
২০২০-২০২২ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস ভোলা জেলা শাখা।
২০২০-২০২২ : সহ-সাংগঠনিক সম্পাদক, আইডিইবি, বরিশাল জেলা নির্বাহী কমিটি।
১৯৯৯-২০০০ : সদস্য, বাংলাদেশ কারিগরী ছাত্র পরিষদ (বাকাছাপ), বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট।
২০২০-২০২২ : সাধারণ সম্পাদক বরিশাল জেলা শাখা।
উপদেষ্টা : ' আহ্বায়ক কমিটি ' আইডিইবি বরিশাল জেলা শাখা।
জীবনবৃত্তান্তঃ
জনাব মো: মিজানুর রহমান চাকরি জীবনের শুরু থেকে নিজেকে বাপিডিপ্রকৌস এর একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি প্রতিনিয়ত সদস্যদের বিপদ আপদে খোঁজ-খবর নিয়ে থাকেন। নিরহংকারী এই নেতা আইডিইবি’র সাথেও সম্পৃক্ত। ছাত্র জীবনে তিনি ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বাপিডিপ্রকৌস এর ১৪৩২-১৪৩৪ টার্মের নির্বাচনে সহ-সভাপতি (বরিশাল) পদপ্রার্থী হিসেবে আপনার সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।