প্রার্থীর প্রোফাইল

সহ-সভাপতি (সিলেট) পদপ্রার্থী

মোহাম্মদ শামসুল আলম

মোহাম্মদ শামসুল আলম

পদবীঃ সহকারী প্রকৌশলী (ই/এম)

কর্মস্থলঃ সিলেট গণপূর্ত বিভাগ

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : সহ-সভাপতি (সিলেট), বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ।

১৪২৬-১৪২৮ : সহ-সভাপতি (সিলেট), বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ।

২০০৪-২০০৬ : দপ্তর সম্পাদক, বাপিডিপ্রকৌস, সিলেট জেলা কমিটি।

২০০৪-২০০৬ : দপ্তর সম্পাদক, আইডিইবি সিলেট জেলা নির্বাহী কমিটি।

২০০৮-২০১০ : অর্থ সম্পাদক, বাপিডিপ্রকৌস, সিলেট জেলা কমিটি।

২০০৮-২০১০ : অর্থ সম্পাদক, আইডিইবি সিলেট জেলা নির্বাহী কমিটি।

২০১৮-২০২০ : সাংগঠনিক সম্পাদক, বাপিডিপ্রকৌস, সিলেট জেলা কমটি।

২০২২-অদ্যাবধি : অর্থ সম্পাদক, সিলেট জেলা নির্বাহী কমিটি।

জীবনবৃত্তান্তঃ

মোহাম্মদ শামসুল আলম একজন প্রচার বিমুখ অন্তর্মুখী সংগঠক। তিনি চাকুরি জীবনের শুরু থেকে নিজেকে বাপিডিপ্রকৌস এর একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেন। ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সকল আন্দোলন ও সংগ্রামে আপোষহীন একজন সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেন। যেকোন অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদকারী এই আপোষহীন সংগঠক সর্বদা সংগঠন নিয়ে ভাবেন। সদস্য প্রকৌশলীদের সামষ্টিক স্বার্থ রক্ষায় তিনি যে কোন কাজ করতে এবং ঝুঁকি নিতে প্রস্তুত। বাপিডিপ্রকৌস এর যে কোন কাজ এবং কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে পরিশ্রম করেন। তিনি কঠোর পরিশ্রমী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, সহজ-সরল জীবন যাপনে অভ্যস্ত।

অতীতের মতো শক্তিশালী সংগঠন পরিচালনার লক্ষ্যে ১৪৩২-১৪৩৪ টার্মের আসন্ন বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচনে তিনি পুনরায় সহ-সভাপতি (সিলেট) পদে আপনার সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।