প্রার্থীর প্রোফাইল

সহ-সভাপতি (রংপুর) পদপ্রার্থী

আবু তাহের মোঃ খায়রুল বাসার

আবু তাহের মোঃ খায়রুল বাসার

পদবীঃ উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ গণপূর্ত রক্ষনাবেক্ষণ উপ-বিভাগ, রংপুর

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

বর্তমান : নির্বাহী সদস্য, আইডিইবি জেনিক, রংপুর। কাউন্সিলর, বাপিডিপ্রকৌস, রংপুর জেলা কমিটি।

২০০৮-২০১৪ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, নীলফামারী জেলা কমিটি।

২০১৯-২০২২ : সভাপতি, বাপিডিপ্রকৌস, নীলফামারী জেলা কমিটি।

: আইডিইবি’র বরেণ্য নেতা ও গবেষক শফিউদ্দিন সরকার স্যারের গবেষণা সেল এর সদস্য।

: কো-অপ্ট সদস্য, বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ (আজিজুর রহমান-কাজী নজরুল ইসলাম স্যারের কমিটি)।

জীবনবৃত্তান্তঃ

জনাব আবু তাহের মো: খায়রুল বাসার ধীরস্থির প্রকৃতির সংগঠক। বাপিডিপ্রকৌস এ নেতৃত্ব দিয়ে তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। প্রথম পোস্টিং ঢাকাতে হওয়ার সুবাদে চাকরিতে যোগদানের পর থেকেই তিনি বাপিডিপ্রকৌস ও আইডিইবি’র কার্যক্রমে সম্পৃক্ত হন। মেধাবী, পরিশ্রমী, বন্ধুবৎসল ও ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে নিবেদিতপ্রাণ সাদা মনের এ নেতা বাপিডিপকৌস ও আইডিইবি’র একজন মেধাবী ও সাহসী সৈনিক।

১৪৩২-১৪৩৪-টার্মের আসন্ন বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ও কাউন্সিলর নির্বাচনে তিনি সহ-সভাপতি (রংপুর) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠন ও সদস্যবান্ধব এই নেতা সম্মানিত সদস্য প্রকৌশলীদের ভোট ও সমর্থন প্রত্যাশী।