অর্থ সম্পাদক পদপ্রার্থী

মোহাম্মদ আতাউর রহমান
পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
কর্মস্থলঃ শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১, ঢাকা
সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ
১৪২৯-১৪৩১ : অর্থ সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।
১৪২৬-১৪২৮ : অর্থ সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।
১৪২২-১৪২৪ : নির্বাহী সদস্য, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।
২০০৮-২০০৯ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, নরসিংদী জেলা শাখা।
২০০৮-২০০৯ : অর্থ সম্পাদক, আইডিইবি, নরসিংদী জেলা কমিটি।
২০০৬-২০০৭ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, নরসিংদী জেলা শাখা।
২০০৬-২০০৭ : সাংগঠনিক সম্পাদক, আইডিইবি, নরসিংদী জেলা কমিটি।
১৯৯৬-১৯৯৭ : আহবায়ক, বাকাছাপ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট।
১৯৯৬-১৯৯৭ : ছাত্র অধিনায়ক, প্রতিভা ছাত্রাবাস, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট।
২০১৫-২০১৮ : পরিচালক, রোটারী ক্লাব অব স্কাইলাইন, ঢাকা।
বর্তমান : উপদেষ্টা, তরোয়া স্পোর্টিং ক্লাব, নরসিংদী।
বর্তমান : সদস্য, কেন্দ্রীয় কমিটি, ক্লাব ৯৪, সাটিরপাড়া, কালি কুমার উচ্চ বিদ্যালয়, নরসিংদী।
২০১৫-২০১৮ : সদস্য, ব্যবস্থাপনা কমিটি, অগ্রগামী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ (অডিইবস), ঢাকা।
২০১২-২০১৫ : সহযোগী সদস্য, ব্যবস্থাপনা কমিটি, অগ্রগামী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ (অডিইবস), ঢাকা।
২০১০-২০১১ : প্রতিষ্ঠাতা সদস্য, অগ্রগামী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ (অডিইবস), ঢাকা।
যুগ্ম আহবায়ক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রকৌশল প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড।
জীবনবৃত্তান্তঃ
জনাব মোহাম্মদ আতাউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। বর্তমান বাপিডিপ্রকৌস এর অর্থ সম্পাদক। অসীম সাহসী, দৃঢ় কন্ঠের সংগ্রামী এই নেতা প্রয়োজনে যে কোন সময় জ্বলে উঠতে দ্বিধাবোধ করেন না। বাপিডিপ্রকৌস ও আইডিইবির বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অগ্রণী ভূমিকা প্রশংসার দাবী রাখে। স্পষ্টভাষী আত্মপ্রত্যয়ী ও বিচক্ষণ এই নেতা ছাত্র জীবন থেকে বাকাছাপসহ বিভিন্ন সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তিনি সংগঠনের প্রতি গভীর ভালবাসা, বিপ্লবী মনোভাব আর হার না মানার মানসিকতার জন্য সবারই প্রিয় তিনি। এই নেতা ১৪৩২-১৪৩৪ টার্মের আসন্ন বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ নির্বাচনে অর্থ সম্পাদক পদে সম্মানিত সদস্য প্রকৌশলী ভাই-বোনদের ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশী।