প্রার্থীর প্রোফাইল

সহ-সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী

মাহমুদুল হাসান

মাহমুদুল হাসান

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ ইডেন ভবন গণপূর্ত বিভাগ, ঢাকা।

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : কাউন্সিলর, বাপিডিপ্রকৌস, ঢাকা জেলা।

১৪২৬-১৪২৮ : কাউন্সিলর, বাপিডিপ্রকৌস, ঢাকা জেলা।

২০১৭-২০১৮ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, ভোলা জেলা শাখা।

২০১৬-২০১৭ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, ভোলা জেলা শাখা।

২০১৫-২০১৬ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, ভোলা জেলা শাখা।

২০০৫-২০০৬ : দপ্তর ও প্রচার সম্পাদক, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট।

: বাপিডিপ্রকৌস ও আইডিইবি’র বিভিন্ন উপ-কমিটির সদস্য।

জীবনবৃত্তান্তঃ

তারুণ্যের উন্মাদনায় উচ্ছ্বল, পরিশ্রমী, সংগ্রামী, স্পষ্টভাষী, বুদ্ধিদীপ্ত উদীয়মান নেতা মাহমুদুল হাসান। প্রত্যুৎপন্নমতিত্ব তার বিশেষ বৈশিষ্ট। তিনি সহজ-সরল জীবন যাপনে অভ্যস্ত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি আদায়ে আপোষহীন ও অধিকার আদায়ে সংগ্রামে নিবেদিত প্রাণ। তিনি সাংগঠনিক কাজে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। তিনি বরিশাল বিভাগের ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে বাপিডিপ্রকৌস ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয় আছেন। তিনি ইডেন ভবন গণপূর্ত বিভাগে চাকরি করার সুবাদে বাপিডিপ্রকৌস এর সচিবালয় বিষয়ক নানা কর্মকাণ্ডে অভূতপূর্ব অবদান রেখেছেন।

তিনি ১৪৩২-১৪৩৪ টার্মের বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচনে সহ-সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে আপনার সমর্থন ও মূল্যবান ভোট ও দোয়া কামনা করেন।