প্রার্থীর প্রোফাইল

দপ্তর সম্পাদক পদপ্রার্থী

মোহাম্মদ আবু তাহের

মোহাম্মদ আবু তাহের

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ ঢাকা গণপূর্ত বিভাগ-২, ঢাকা

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

২০১১-২০১২ : কাউন্সিলর, আইডিইবি, ঢাকা জেলা।

২০১৪-২০১৬ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, নোয়াখালী জেলা।

২০১৩-২০১৬ : অর্থ-সম্পাদক, আইডিইবি, নোয়াখালী জেলা।

২০১৪-২০১৬ : আহ্বায়ক, সংগ্রাম পরিষদ, আইডিইবি নোয়াখালী জেলা।

২০০৪-২০২৫ : বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বিভিন্ন উপ-কমিটির সদস্য।

সদস্য : অগ্রগামী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বহুমুখী সমবায় সমিতি।

জীবনবৃত্তান্তঃ

জনাব মোহাম্মদ আবু তাহের অত্যন্ত ধৈর্যশীল, বিনয়ী ও ত্যাগী সংগঠক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঐক্যবদ্ধ রেখে একত্রিত হয়ে কাজ করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ের আন্দোলনে তার সম্পৃক্তা থাকে। তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ চাকরিকালীন সময়ে পূর্তভবনে পোষ্টিং এর সুবাদে ঐ সময় অনেক সদস্য প্রকৌশলীর দাপ্তরিক বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন। মার্জিত, মিশুক, নিরহংকার ব্যক্তিত্বের কারণে বন্ধু মহলে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি নোয়াখালী জেলায় বাসিডিপ্রকৌস ও আইডিইবি’র নেতৃত্বে ছিলেন। এছাড়া তিনি নিজ এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও মসজিদ-মাদ্রাসা পরিচালনার সাথে জড়িত। এদেশের প্রাচীনতম পেশাজীবী সংগঠন বাপিডিপ্রকৌস এর সমৃদ্ধিতে অধিকতর ভূমিকা রাখতে ত্যাগী, পরিশ্রমী, নিরহংকার, বন্ধুবৎসল, সদালাপী এই নেতা ১৪৩২-১৪৩৪ টার্মের আসন্ন বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে সম্মানিত সদস্য প্রকৌশলী ভাই-বোনের ভোট, দোয়া ও সমর্থন আশা করেন।