প্রার্থীর প্রোফাইল

সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী

মোঃ আব্দুল্লাহ-আল-মামুন

মোঃ আব্দুল্লাহ-আল-মামুন

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)

কর্মস্থলঃ গণপূর্ত ই/এম বিভাগ-১১, ঢাকা।

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

২০১৯ থেকে অদ্যাবধি : বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের কাউন্সিল অধিবেশন, বনভোজনসহ বিভিন্ন উপ-কমিটিতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের উপ-কমিটিতেও দৃষ্টান্তমূলক কাজ করেছেন।

সদস্য : রেড ক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ।

সদস্য : সিরাজগঞ্জ জেলা সমিতি, ঢাকা।

জীবনবৃত্তান্তঃ

জনাব মো: আব্দুল্লাহ-আল-মামুন তারুণ্যের প্রাণশক্তিতে ভরপুর উদীয়মান নেতা। তিনি গণপূর্ত অধিদপ্তরে যোগদানের সময় থেকে বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের কাউন্সিল অধিবেশন, বনভোজনসহ বিভিন্ন উপ-কমিটিতে আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে নেতৃত্বের দ্যুতি ছড়িয়েছেন। তিনি জনদরদীও বটে। অসহায় বঞ্চিত আর্তমানবতার পানে সেবার হাত প্রসারণের মাধম্যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি একাধারে শিক্ষানুরাগী ও ক্রীড়ানুরাগী। বিনয়ী, সদালাপী, সৎ, মেধাবী ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এই নেতা সামাজিক উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে থাকেন। ব্যক্তি মামুন তার এই সব গুণাবলীর মাধ্যমে বাপিডিপ্রকৌসকে সামনের দিকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্ট সকলে ধারণা করেন।

জনাব মো: আব্দুল্লাহ-আল-মামুন বাপিডিপ্রকৌস এর ১৪৩২-১৪৩৪ টার্মের আসন্ন নির্বাচনে সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী। তিনি আপনার সুচিন্তিত ও মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেন।