প্রার্থীর প্রোফাইল

সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী

মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান

পদবীঃ উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ আজিমপুর গণপূর্ত বিভাগ, ঢাকা।

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : সহ-সভাপতি (ঢাকা), বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২৬-১৪২৮ : সহ-সভাপতি (ঢাকা), বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২০-১৪২১ : দপ্তর সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

২০০৫-২০০৮ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, নারায়ণগঞ্জ জেলা কমিটি।

২০১০ : সদস্য, অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটি, সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরাম এসডিইএফ এর ৯ম শীর্ষ সম্মেলন ২০১০, আইডিইবি।

: সদস্য, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা নিয়ন্ত্রণ উপ-কমিটি, আইডিইবির গৌরবোজ্জল ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০১০।

: সদস্য, স্বেচ্ছাসেবক, আপ্যায়ন ও ব্যবস্থাপনা উপ-কমিটি, বাপিডিপ্রকৌস এর জাতীয় কাউন্সিল সম্মেলন।

: সদস্য, রেডক্রিসেন্ট সোসাইটি, পাবনা।

: সদস্য, পাবনা জেলা সমিতি, ঢাকা।

১৯৯২-১৯৯৫ : সংগ্রামী ছাত্রনেতা ও সদস্য, বাকাছাপ, বগুড়া পলিটেকনিক ইনষ্টিটিউট, বগুড়া।

জীবনবৃত্তান্তঃ

জনাব মো. মিজানুর রহমান একজন অসীম সাহসী, সংগ্রামী, স্পষ্টভাষী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী সংগঠক। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তিনি মার্জিত রুচিসম্পন্ন ও সাদাসিধে জীবন-যাপনে অভ্যস্ত। দায়িত্বশীল, নিরলস পরিশ্রমী এ নেতা ছাত্রজীবন থেকে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সর্বদা সক্রিয়ভাবে জড়িত ছিলেন, এখনো আছেন। কর্মজীবনের শুরু হতে বাপিডিপ্রকৌস ও আইডিইবিকে তিনি মনেপ্রাণে ভালোবাসেন। নীতির প্রশ্নে আপোষহীন এবং সদস্য প্রকৌশলীদের অধিকার আদায়ে তিনি অকুতোভয়। ১৪২০-১৪২১ টার্মে তিনি শুধুমাত্র দপ্তর সম্পাদক হিসেবেই যোগ্যতার পরিচয় দেননি, সমিতির বিভিন্ন প্রয়োজনের মুহূর্তে অসীম সাহসহিকতায় কিছু সংখ্যক চিহ্নিত ব্যক্তির অসাংগঠনিক কার্যক্রমের প্রাকাশ্য প্রতিবাদ করেছেন। অন্যায়ের প্রতিবাদে তার স্বতঃস্ফূর্ততা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ এর ১৪২৯-১৪৩১ টার্মের সহ-সভাপতি হিসেবে তিনি প্রশংসনীয় দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ ঐতিহ্যের উত্তরাধিকার বাপিডিপ্রকৌস এর সমৃদ্ধিতে অধিকতর ভূমিকা রাখতে নিরহংকার, বন্ধুবৎসল, সদালাপী এ মেধাবী নেতা আসন্ন নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আপনার আন্তরিক দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।