প্রার্থীর প্রোফাইল

প্রচার সম্পাদক পদপ্রার্থী

মোঃ আব্দুল্লাহ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)

কর্মস্থলঃ গণপূর্ত ই/এম বিভাগ-৩, ঢাকা।

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : সহ-সাংগঠনিক সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২৬-১৪২৮ : সহ-সাংগঠনিক সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২০-১৪২১ : সহ-প্রচার সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

২০০৩-২০০৪ : মনিটর, শহীদ আমিনুল ছাত্রাবাস, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট।

২০০৬-২০১৩ : পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বিভিন্ন উপ-কমিটির সদস্য।

জীবনবৃত্তান্তঃ

তরুণ ডিপ্লোমা প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন একজন উদীয়মান পরিশ্রমী সংগঠক। জনাব মামুন ছাত্রজীবন থেকেই সংগঠনের সাথে সম্পৃক্ত হন। দিনাজপুর পলিটেকনিক ইনন্টিটিউটে অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে যোগ দেন। ২০০৬ সালে গণপূর্ত অধিদপ্তরে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর থেকে সব সময় পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র বিভিন্ন উপ-কমিটিতে যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন। ১৪২০-১৪২১ টার্মে সর্বাধিক ভোটের মাধ্যমে সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হয়ে তিনি যে নিষ্ঠার সাথে কাজ করেছেন তা আগামী দিনে স্মরণীয় হয়ে থাকবে। নিজ দায়িত্বের পাশাপাশি পূর্ত ভবনে সমিতি’র বিভিন্ন দাপ্তরিক, সাংগঠনিক কাজ যেভাবে এগিয়ে নিয়েছেন তা সকলকে বিস্মিত করেছে। তার এহেন কার্যক্রমে ঈর্ষান্বীত হয়ে একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ঢাকার বাইরে বদলী করে সমিতি তথা ডিপ্লোমা প্রকৌশলীদের ক্ষতি করতে চেয়েছে। কিন্তু যার রক্তের প্রতি কণায় সাংগঠনিক চেতনা তাকে এত সহজে দমানো যায় না।

তারুণ্যদীপ্ত, ত্যাগী এই নেতা ১৪৩২-১৪৩৪ টার্মের আসন্ন বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ নির্বাচনে প্রচার সম্পাদক পদে সম্মানিত সদস্য প্রকৌশলী ভাই-বোনের ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন।