সহ-প্রচার সম্পাদক পদপ্রার্থী

মোঃ মাসুদুর রহমান
পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
কর্মস্থলঃ শেরে বাংলা নগর গণপূর্ত বিভাগ-৩, ঢাকা।
সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ
২০১৮ থেকে অদ্যাবধি : বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের কাউন্সিল অধিবেশন, বনভোজনসহ বিভিন্ন উপ-কমিটিতে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের উপ-কমিটিতেও আন্তরিকতার সাথে কাজ করে নেতৃবৃন্দের নজর কেড়েছেন।
সভাপতি : প্রত্যয় স্বেচ্ছাসেবী সংঘ, নরসিংদী।
সদস্য : রেড ক্রিসেন্ট সোসাইটি, নরসিংদী।
সদস্য : নরসিংদী জেলা সমিতি, ঢাকা।
জীবনবৃত্তান্তঃ
মো: মাসুদুর রহমানের নিজ জেলা নরসিংদী। তিনি সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১২ সালে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সিভিল) সম্পন্ন করেন। তিনি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনে ভলান্টারি কাজ করে থাকেন। নিজ এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয় স্বেচ্ছাসেবী সংঘ’ এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তাছাড়া রক্তদানসহ বিভিন্ন সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছেন।
তিনি ২০১৮ সালে গণপূর্ত অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের সময় থেকে সদস্য প্রকৌশলীদের হৃদ-স্পন্দন বাপিডিপ্রকৌস এর একজন নিবেদিত সদস্য হিসেবে সক্রিয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক প্রতিষ্ঠান আইডিইবি কর্তৃক ঘোষিত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার আদায়ে, গণপূর্ত অধিদপ্তরে কর্মরত সদস্য প্রকৌশলীদের কল্যাণে কাজ করতে, সৎ, ন্যায়ের পক্ষে অটল থাকতে বাপিডিপ্রকৌস এর মানকে সমুন্বত রাখতে ‘রায়হান-আনিস-মিজান-ইউনুছ-এনামুল’ প্যানেল এ সহ-প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বিশ্বাস করেন, ‘প্রলোভনে নত নয়, ন্যায়ে অটল’- নীতিই প্রকৃত নেতৃত্বের পরিচয় বহন করে।
জনাব মো: মাসুদুর রহমান সহ-প্রচার সম্পাদক পদে আপনার সুচিন্তিত ও মূল্যবান ভোট এবং সমর্থন প্রার্থনা করেন।