প্রার্থীর প্রোফাইল

সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী

মোহাম্মদ ইসমাইল

মোহাম্মদ ইসমাইল

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা।

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

২০০৫-২০০৭ : অর্থ সম্পাদক, খাগড়াছড়ি জেলা কমিটি, বাপিডিপ্রকৌস।

২০০৫-২০০৭ : প্রচার সম্পাদক, খাগড়াছড়ি জেনিক, আইডিইবি।

২০০৮-২০০৯ : যুগ্ম-সম্পাদক, খাগড়াছড়ি জেলা কমিটি, বাপিডিপ্রকৌস।

২০০৮-২০০৯ : অর্থ সম্পাদক, খাগড়াছড়ি জেনিক, আইডিইবি।

২০১০-২০১১ : যুগ্ম-সম্পাদক, ফেনী জেলা কমিটি, বাপিডিপ্রকৌস।

২০১২-২০১৪ : সাধারণ সম্পাদক, ফেনী জেলা কমিটি, বাপিডিপ্রকৌস।

২০১০ হতে অধ্যাবধি : সদস্য, উপদেষ্টা পরিষদ, আনন্দপুর হাজী নূরুজ্জামান ভূঁইয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা, ফুলগাজী, ফেনী।

জীবনবৃত্তান্তঃ

জনাব মোহাম্মদ ইসমাইল একজন ষ্পষ্টভাষী. স্বাধীনচেতা ও দৃঢ় চরিত্রের সংগঠক। জন্মগত সূত্রেই তিনি এ বৈশিষ্ট্যের অধিকারী। সাংগঠনিক পরিবারেই তাঁর জন্ম এবং বৈবাহিক সম্পর্কও স্থাপিত হয়েছে এমন এক বিখ্যাত রাজনৈতিক পরিবারে যাঁরা ডিপ্লোমা প্রকৌশলীদের শুভাকাঙ্খী। জনাব ইসমাইল কর্মজীবনে যে সকল স্থানে কাজ করেছেন প্রত্যেক জায়গায় তিনি তাঁর আপোষহীনতার প্রমাণ রেখেছেন। বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি এক ব্যক্তি কেন্দ্রিক পরিচালনার দুঃসময়ে ভীতিকর পরিবেশে অনেকেই নীরব ভূমিকা পালন ও গা বাঁচিয়ে চলার নীতিগ্রহণ করলেও তিনি প্রকাশ্যে নির্ভীক ভূমিকা রেখেছেন। স্পষ্ট ভাষায় সকল অন্যায়ের প্রতিবাদ করছেন। কোন প্রকার লোভ-লালসা ও ভয়ভীতি তাঁকে আদর্শচ্যুত করতে পারেনি। সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করে সকল সংগঠনপ্রেমীদের নজর কেড়েছেন। তিনি আসন্ন নির্বাচনে সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আপনার মূল্যবান ভোট ও দোয়া কামনা করেন।