প্রার্থীর প্রোফাইল

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী

রফিকুজ্জামান

রফিকুজ্জামান

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : সমাজ কল্যাণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২৬-১৪২৮ : সমাজ কল্যাণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২০-১৪২১ : বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

২০০৫-২০০৬ : দপ্তর সম্পাদক, বাপিডিপ্রকৌস, মৌলভীবাজার জেলা কমিটি।

২০০৬-২০০৭ : সাংগঠনিক সম্পাদক, আইডিইবি, মৌলভীবাজার জেলা নির্বাহী কমিটি।

২০০৮-২০০৯ : সমাজকল্যাণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, সিলেট জেলা কমিটি এবং আইডিইবি সিলেট জেলা নির্বাহী কমিটির সক্রিয় সদস্য।

২০১৬-২০১৮ : বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আইডিইবি ঢাকা জেলা নির্বাহী কমিটি।

১৯৯৩-১৯৯৫ : বয়স্কাউট লিডার, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

১৯৯৫ : বাংলাদেশ প্রেসিডেন্ট স্কাউটস এ্যাওয়ার্ড প্রাপ্ত।

১৯৯৬-১৯৯৭ : রোভার স্কাউট লিডার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট

২০১৪-২০১৫ সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা আইডিইবি।

আইডিইবি ঢাকা জেলা নির্বাহী কমিটি ২০১৬ থেকে ২০১৮ টার্ম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,

বর্তমান সাংগঠনিক সম্পাদক- ১, ঢাকা জেলার নির্বাহী কমিটি আইডিইবি।

জীবনবৃত্তান্তঃ

জনাব রফিকুজ্জামান মিষ্টভাষী, স্মার্ট, আধুনিক তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন ও ক্রীড়া ব্যক্তিত্ব। বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ডিজিটালাইজেশনের রূপকার। তিনি ১৯৭৮ইং সালে সিলেট শহরে জন্ম গ্রহণ করেন। ১৯৯৫ সালে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৯৮ সালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন। পাস করার পর থেকেই আইডিইবি’র সকল আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ২০০৪ সালে পিডব্লিউডিতে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন। বিগত বছরগুলোতে তিনি বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব সফলাতার সাথে পালন করে সদস্যবৃন্দের প্রশংসা কুড়িয়েছেন।

বাপিডিপ্রকৌস এর ১৪৩২-১৪৩৪ টার্মের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী। তিনি আপনার ভোট ও দোয়া কামনা করেন।