প্রার্থীর প্রোফাইল

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী

মোহাম্মদ সিরাজুম মুনীর

মোহাম্মদ সিরাজুম মুনীর

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২৬-১৪২৮ : সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২০-১৪২১ : ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২০-১৪২১ : নির্বাহী সম্পাদক, ‘উত্তরণ’ (একটি বাপিডিপ্রকৌস প্রকাশনা)।

১৪২০-১৪২১ : সদস্য সচিব, প্রকাশনা ও টেলিফোন নির্দেশিকা প্রণয়ন উপ-কমিটি বাপিডিপ্রকৌস।

১৪১২-১৪১৪ : সমাজ কল্যাণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, ভোলা জেলা কমিটি।

১৪১৪-১৪১৬ দপ্তর সম্পাদক, বাপিডিপ্রকৌস, ভোলা জেলা কমিটি।

২০০৭-২০০৯ : দপ্তর সম্পাদক, আইডিইবি, জেনিক, ভোলা।

সাবেক দপ্তর সম্পাদক : ডিপ্লেমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব), কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

সদস্য : খুলনা সমিতি এবং পাবলা সবুজ সংঘ, দৌলতপুর, খুলনা

জীবনবৃত্তান্তঃ

জনাব মোহাম্মদ সিরাজুম মুনীর বাপিডিপ্রকৌস এর একজন নিবেদিত সৈনিক। তিনি ছাত্রজীবন থেকে সাহিত্য চর্চা করে আসছেন। সাহিত্যানুরাগী জনাব মুনীর চাকরি জীবনের শুরুতে বাপিডিপ্রকৌস এর সাংগঠনিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করেছেন। লেখা-লেখির মাধ্যমে সংগঠনের শক্তি বৃদ্ধি করতে চান। সারা বছর তিনি সদস্য প্রকৌশলীদের জন্য লেখা-লেখি করে থাকেন। গণপূর্ত অধিদপ্তরে হাতেগোনা যে ২/৪ জন প্রকৌশলী লেখা-লেখি করেন তাদের মধ্যে তিনি অন্যতম। বিগত বছরগুলোতে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছেন। এছ্ড়াা বাপিডিপ্রকৌস এর বিভিন্ন প্রকাশনা কার্যক্রম দক্ষতার সাথে সম্পন্ন করে প্রশংসিত হয়েছেন। বিগত বছরগুলোতে সমিতি’র পক্ষ থেকে যেসকল প্রকাশনা প্রকাশিত হয়েছে তাতে ছিল তার অনন্য মেধা ও শ্রমের স্বাক্ষর। অত্যন্ত ধৈর্যসহকারে সবার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে তিনি প্রকাশনার কাজ এগিয়ে নেন। ইতোমধ্যে তার লেখা দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি শ’খানেক গানও রচনা করেছেন। তার ঐকান্তিক আগ্রহে সম্মানিত সদস্য প্রকৌশলীদের পড়ার জন্য বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় কার্যালয়ের লাইব্রেরী নতুন আঙ্গিকে স্থাপিত হয়েছে। এজন্য তিনি সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। কবি ও সাহিত্যমনা জনাব মোহাম্মদ সিরাজুম মুনীর বাপিডিপ্রকৌস এর ১৪৩২-১৪৩৪ টার্মের নির্বাচনে পুনরায় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী। তিনি মূল্যবান ভোট ও সমর্থন প্রদানের জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছেন।