শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী

রাসেল মাহমুদ
পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
কর্মস্থলঃ ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা
সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ
২০২০-২০২২ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, জেলা কমিটি, টাঙ্গাইল।
আজীবন সদস্য : কুষ্টিয়া জেলা সমিতি, ঢাকা।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক : চাঁদের হাট যুব সংঘ, মিরপুর, কুষ্টিয়া।
জীবনবৃত্তান্তঃ
জনাব রাসেল মাহমুদ বাপিডিপ্রকৌসের জন্য নিবেদিতপ্রাণ উদীয়মান এক তরুণ নেতা, যিনি গণপূর্ত অধিদপ্তরে যোগদানের সময় থেকেই নিজেকে বাপিডিপ্রকৌস এর সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রেখেছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি আদায়ের সকল আন্দোলন-সংগ্রামে তিনি সর্বদা অগ্রগামী ছিলেন। সদা হাস্যোজ্জ্বল, মিষ্টভাষী, বাকপটু এই প্রকৌশলী শিক্ষা জীবনে খেলাধুলায়ও বিশেষ পারদর্শী ছিলেন। তিনি জেলা ভলিবল দলের সদস্য হিসেবে দেশের নানা প্রান্তে খেলায় অংশগ্রহণ করেছেন। বক্তৃতা-আলোচনায় পারঙ্গম এই প্রকৌশলী একজন ক্রীড়া সংগঠকও বটে। তিনি তার নিজ এলাকায় গড়ে তুলেছেন চাঁদের হাট যুব সংঘ নামের সংগঠন। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের ফুটবল উপ-কমিটির সদস্য হিসেবে তিনি ক্লাবের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারুণ্যের উদ্দিপনায় উদীপ্ত এই স্মার্ট নেতা তার সাংগঠনিক তৎপরাতার মাধ্যমে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে সদস্যবৃন্দ মনে করেন।
জনাব রাসেল মাহমুদ বাপিডিপ্রকৌস এর ১৪৩২-১৪৩৪ টার্মের আসন্ন নির্বাচনে শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। তিনি আপনার সুচিন্তিত ও মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেন।