প্রার্থীর প্রোফাইল

আইন ও চাকরী বিষয়ক সম্পাদক পদপ্রার্থী

মোঃ নুরুল ইসলাম তালুকদার

মোঃ নুরুল ইসলাম তালুকদার

পদবীঃ উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩, ঢাকা।

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : নির্বাহী সদস্য-৪, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২৬-১৪২৮ : নির্বাহী সদস্য-৪, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২০-১৪২১ : অর্থ সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪১৬-১৪১৭ : কাউন্সিলর, বাপিডিপ্রকৌস, ঢাকা।

২০০৯-২০১০ : গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক, আইডিইবি, ঢাকা জেলা নির্বাহী কমিটি।

২০১১-২০১২ : গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক, আইডিইবি, ঢাকা জেলা নির্বাহী কমিটি।

জীবনবৃত্তান্তঃ

জনাব মোঃ নূরুল ইসলাম তালুকদার বাপিডিপ্রকৌস-এর আকর্ষনীয় ব্যক্তিত্বের অধিকারি দৃঢ়চেতা স্বতন্ত্র বৈশিষ্টের একজন পরীক্ষিত নেতা। অসাংগঠনিক ব্যক্তিবর্গের রোষানলে পড়ে অসুস্থ শরীরে দুর্গম পাহাড়ি এলাকায় চাকরি করেছেন তবুও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি পিডব্লিউডিতে চাকরি জীবনের শুরু থেকে সাহসিকতা ও নিষ্ঠার সাথে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন, দক্ষ সংগঠক হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।

তিনি ১৪২০-১৪২১ টার্মে সদস্য প্রকৌশলীদের রায়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়ে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ১৪২৬-১৪২৮ এবং ১৪২৯-১৪৩১ টার্মে নির্বাহী সদস্য-৪ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আসুন নিরহংকারী ও পরিপক্ক নেতাকে আসন্ন বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচনে (১৪৩২-১৪৩৪ টার্ম) আইন ও চাকরি বিষয়ক সম্পাদক পদে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সদস্য প্রকৌশলীদের প্রতি বিনীত অনুরোধ করি।