নির্বাহী সদস্য-২ পদপ্রার্থী

আব্দুল মান্নান
পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)
কর্মস্থলঃ গণপূর্ত ই/এম সার্কেল-৩, ঢাকা।
সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ
১৯৯২-১৯৯৩ : সহ-সভাপতি, বৈদ্যুতিক কারিগরি সংসদ, ময়মসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ।
২০০৪-২০০৫ : যুগ্ম-সম্পাদক, আইডিইবি লক্ষ্মীপুর জেনিক, লক্ষ্মীপুর।
২০০৫-২০০৯ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, লক্ষ্মীপুর জেলা কমিটি।
২০০৬-২০০৯ : সাধারণ সম্পাদক, আইডিইবি, লক্ষ্মীপুর জেনিক।
১৪১৬-১৪১৭ : কাউন্সিলর, বাপিডিপ্রকৌস, ঢাকা জেলা।
২০১৩-২০১৫ : বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আইডিইবি, ঢাকা জেলা কমিটি।
১৪২২-১৪২৩ : বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।
২০১৬-২০১৮ : কাউন্সিলর, আইডিইবি, ঢাকা জেলা কমিটি।
২০১২-২০১৪ : সহ-সভাপতি, অগ্রগামী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ, ঢাকা।
২০১০-২০১৪ : সাধারণ সম্পাদক, বন্ধন, ভাটারা, সরিষাবাড়ী, জামালপুর।
২০১৬-২০১৮ : কার্যনির্বাহী সদস্য, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ।
: আজীবন সদস্য, জামালপুর জেলা সমিতি, ঢাকা।
২০১৭-২০১৮ : Award: Working honestly and Sincerely and thus achieving excellence in vocation by ‘Rotary club of Dhaka North west’, Rotary international District -3241, Bangladesh.
জীবনবৃত্তান্তঃ
আকর্ষণীয় ব্যক্তিত্ব সম্পন্ন ক্লিন ইমেজের নেতা জনাব আব্দুল মান্নান ছাত্রজীবন থেকেই ছাত্রদের দাবী-দাওয়া সর্ম্পকিত আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। গণপূর্ত অধিদপ্তরে যোগদানের সময় থেকে বাপিডিপ্রকৌস এর সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। তিনি সদস্য প্রকৌশলীদের পেশাগত বিভিন্ন ন্যায্য অধিকার বাস্তবায়নের আন্দোলনে নির্ভীকভাবে আপোষহীন অবদান রেখে চলেছেন। বন্ধুবৎসল আর আধুনিক চিন্তা-ভাবনার অধিকারী এই নেতাআসন্ন ১৪৩২-১৪৩৪ টার্মের বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচনে নির্বাহী সদস্য-২ পদপ্রার্থী হিসেবে আপনার মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেন।