প্রার্থীর প্রোফাইল

নির্বাহী সদস্য-৩ পদপ্রার্থী

মোঃ মনিরুজ্জামান

মোঃ মনিরুজ্জামান

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ মতিঝিল গণপূর্ত বিভাগ, ঢাকা।

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : যুগ্ম সম্পাদক-১, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২৬-১৪২৮ : যুগ্ম সম্পাদক-১, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

২০০৪-২০০৭ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, ঝালকাঠি জেলা কমিটি।

১৪১৮-১৪১৯ : সমাজ কল্যাণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

২০০৪-২০০৫ : প্রচার সম্পাদক, আইডিইবি, ঝালকাঠি জেনিক।

২০০৫-২০০৬ : গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আইডিইবি, ঝালকাঠি জেনিক।

২০০৬-২০০৭ : সাংগঠনিক সম্পাদক, আইডিইবি, ঝালকাঠি জেনিক।

২০১৬-২০১৮ : কাউন্সিলর, আইডিইবি, ঢাকা জেলা কমিটি।

প্রতিষ্ঠাতা এবং আজীবন দাতা সদস্য এম বালিয়ারী ডি. এন কলেজ, বরগুনা।

আজীবন সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা জেলা ইউনিট।

জীবনবৃত্তান্তঃ

রাজনীতি সচেতন শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবী জনাব মো: মনিরুজ্জামান ছাত্র জীবনেই বিভিন্ন ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ছাত্র জীবনে তিনি নিজেকে সবসময় কারিগরী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত রেখেছেন। কর্মজীবনেও তিনি বিভিন্ন দাবি আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন।

আসন্ন ১৪৩২-১৪৩৪ টার্মের বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচনে নির্বাহী সদস্য-৩ পদপ্রার্থী হিসেবে তিনি আপনার ভোট ও সমর্থন কামনা করেন।