প্রার্থীর প্রোফাইল

নির্বাহী সদস্য-৫ পদপ্রার্থী

মোহাম্মদ মাহবুব-উল-আলম

মোহাম্মদ মাহবুব-উল-আলম

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা।

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : দপ্তর সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২৬-১৪২৮ : দপ্তর সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

আজীবন সদস্য, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি।

সদস্য, আইডিইবির বিভিন্ন উপ-কমিটি।

সদস্য, বাপিডিপ্রকৌস বিভিন্ন উপ-কমিটি।

জীবনবৃত্তান্তঃ

জনাব মাহবুবুল-উল-আলম, সংগ্রামী মানসিকতার দৃঢ়চেতা, স্পষ্টভাষী, পরিশ্রমী ব্যক্তিত্বের অধিকারী। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত বিভিন্ন কর্মকাণ্ড, দাবি ও অধিকার আদায়ের সংগ্রামে তিনি নিবেদিত প্রাণ। তিনি বিভিন্ন আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। বিগত বছরগুলোতে তিনি দপ্তর সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ এবং বাপিডিপ্রকৌস ও আইডিইবি’র বিভিন্ন উপ-কমিটিতে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে অনন্য নজির স্থাপন করেছেন।

আসন্ন ১৪৩২-১৪৩৪ টার্মের বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচনে নির্বাহী সদস্য-৫ পদপ্রার্থী হিসেবে তিনি আপনার মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেন।