নির্বাহী সদস্য-৭ পদপ্রার্থী

মোঃ আশরাফ
পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)
কর্মস্থলঃ গণপূর্ত ই/এম বিভাগ-৮, ঢাকা।
সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ
১৪২৯-১৪৩১ : সহ-দপ্তর সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।
১৪২৬-১৪২৮ : সহ-দপ্তর সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।
১৪২২-১৪২৪ : সহ-প্রচার সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।
২০১৬-২০১৮ : সভাপতি, বাহাদুরপুর সপ্তর্ষি সংঘ।
২০১৪-২০১৫ : সভাপতি, বাহাদুরপুর সপ্তর্ষি সংঘ।
২০১২-২০১৩ : সভাপতি, বাহাদুরপুর সপ্তর্ষি সংঘ।
২০১০-২০১১ : সাধারণ সম্পাদক, বাহাদুরপুর সপ্তর্ষি সংঘ।
২০০৮-২০০৯ : সাধারণ সম্পাদক, বাহাদুরপুর সপ্তর্ষি সংঘ।
২০০৬-২০০৭ : সাংগঠনিক সম্পাদক, বাহাদুরপুর সপ্তর্ষি সংঘ।
২০০৪-২০০৫ : প্রচার সম্পাদক, বাহাদুরপুর সপ্তর্ষি সংঘ।
জীবনবৃত্তান্তঃ
তরুণ উদীয়মান নেতা মো: আশরাফ ছাত্রজীবনে ছাত্রদের দাবী-দাওয়া সর্ম্পকিত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। গণপূর্ত অধিদপ্তরের কর্ম-জীবনে তিনি সদস্য প্রকৌশলীদের পেশাগত বিভিন্ন ন্যায্য অধিকার বাস্তবায়নের আন্দোলনে অকুতোভয় অবদান রেখে চলেছেন। বন্ধুবৎসল আর আধুনিক চিন্তা-ভাবনার অধিকারী এই তরুণ নেতা আসন্ন ১৪৩২-১৪৩৪ টার্মের বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ ও ঢাকা জেলার কাউন্সিলর নির্বাচনে রায়হান-আনিস-মিজান-ইউনুছ-এনামুল প্যানেলের নির্বাহী সদস্য-৭ পদপ্রার্থী হিসেবে আপনার আন্তরিক সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।