প্রার্থীর প্রোফাইল

যুগ্ম সম্পাদক-২ পদপ্রার্থী

মোহাম্মদ বোরহান উদ্দিন

মোহাম্মদ বোরহান উদ্দিন

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ ঢাকা গণপূর্ত বিভাগ-৪, ঢাকা।

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : নির্বাহী সদস্য-৩, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২৬-১৪২৮ : নির্বাহী সদস্য-৭, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২০-১৪২১ : যুগ্ম-সম্পাদক-২, বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদ।

২০১৩ইং : আইডিইবি কর্তৃক গঠিত ২ দফা দাবি আদায়ের ছাত্র-শিক্ষক-পেশাজীবি সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য। এ ছাড়াও আইডিইবি এর বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত বিভিন্ন উপ-কমিটিতে কাজ করেছেন।

১৪১৬-১৪১৭ : কাউন্সিলর, বাপিডিপ্রকৌস।

২০০৬-২০০৭ : সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা কমিটি, বাপিডিপ্রকৌস।

জীবনবৃত্তান্তঃ

জনাব মোহাম্মদ বোরহান উদ্দিন বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের ১৪২০-১৪২১ টার্মের যুগ্ম-সম্পাদক-২ নির্বাচিত হয়ে সদস্যদের কল্যাণে সাহসিকতা ও আন্তরিকতার সাথে কাজ করেছেন। চাকরি জীবনের শুরু থেকে বাপিডিপ্রকৌস এর একজন নিবেদিতপ্রাণ কর্মীহিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি আদায়ের সকল আন্দোলন-সংগ্রামে আপোষহীন সৈনিক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বন্ধুমহলে প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি সাংগঠনিক জীবনে বন্ধুবৎসল, সাহসী, বিনয়ী ও দৃঢ়চেতা। শুধু সাংগঠনিক জীবনে নয়; পেশাগত ব্যাপারেও অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদী ও আপোষহীন। কোন ভয়-ভীতি ও প্রলোভন তাকে আদর্শচ্যুত করতে পারেনি। প্রশাসনের যে কোন স্তরে যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে সদস্যদের ন্যায্য দাবি আদায়ে দৃঢ় ছিলেন। তিনি সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে প্রতিনিয়ত সদস্যদের বিপদে-আপদে এগিয়ে আসেন। স্বাধীনচেতা এই সংগঠক সকল কার্যক্রমে সম্পৃক্ত থেকে আইডিইবিতে বাপিডিপ্রকৌস-এর অবস্থান শক্তিশালী করেছেন। ৪৭ জন ড্রাফসম্যান ও ১ জন ওয়ার্ক এসিসট্যান্টকে অবৈধভাবে উপ-সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব প্রদানের বিরুদ্ধে রীটকারিদের মাঝে তিনি অন্যতম সদস্য। ১৪২৬-১৪২৮ এবং ১৪২৯-১৪৩১ টার্মে তিনি নির্বাহী সদস্য-৩ পদে প্রশসংসনীয় কাজের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

তিনি ১৪৩২-১৪৩৪ টার্মের বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের আসন্ন নির্বাচনে যুগ্ম-সম্পাদক-২ পদপ্রার্থী। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আগামী দিনে ডিপ্লোমা প্রকৌশলীদের সকল আন্দোলন-সংগ্রাম ও সুখে-দুঃখে অতীতের মত একাত্ম হয়ে কাজ করবেন। তিনি আপনার মূল্যবান ভোট ও দোয়া কামনা করেন।