প্রার্থীর প্রোফাইল

সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী

মোঃ এনামুল হক

মোঃ এনামুল হক

পদবীঃ সহকারী প্রকৌশলী (ই/এম)

কর্মস্থলঃ গণপূর্ত ই/এম সার্কেল-১, ঢাকা।

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২৬-১৪২৮ : শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪১৮-১৪১৯ : সহ-প্রচার সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২০-১৪২১ : প্রচার সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪০৮-১৪০৯ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, রাজবাড়ী জেলা শাখা।

২০০৫-২০০৬ : দপ্তর সম্পাদক, আইডিইবি, রাজবাড়ী জেলা শাখা।

১৪১০-১৪১১ : সাধারণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, রাজবাড়ী জেলা শাখা।

২০০৭-২০০৮ : প্রচার সম্পাদক আইডিইবি, রাজবাড়ী জেলা শাখা।

১৪৯৪-১৯৯৫৪ : সদস্য, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), ঢাকা পলিটেকনিক ইনষ্টিটিউট।

১৪১৬-১৪১৭ : কাউন্সিলর, ঢাকা জেলা, বাপিডিপ্রকৌস।

২০০৯-২০১২ : কাউন্সিলর, আইডিইবি, ঢাকা জেলা, নির্বাহী কমিটি।

২০১১-২০১৪ : আহবায়ক, কালীগঞ্জ থানা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (আহবায়ক কমিটি)।

১৪২০-১৪২১ : সদস্য, সম্পাদক পরিষদ, উত্তরণ।

জীবনবৃত্তান্তঃ

জনাব মোঃ এনামুল হক বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের ১৪২০-১৪২১ টার্মের প্রচার সম্পাদক নির্বাচিত হয়ে সদস্যদের কল্যাণে নিজেকে একজন সফল নেতা হিসেবে প্রস্তুত করেছেন। তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ের আন্দোলনে অকুতোভয় সৈনিক। তিনি ১৯৯৬ সালে ঢাকা পলিটেকনিক ইনষ্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। তিনি নিজ থানায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড যেমন মসজিদ/মাদ্রাসা /স্কুল/ক্লাব উন্নয়নের সাথে জড়িত। মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা ও উৎসাহ প্রদান করে থাকেন। নিজ থানায় প্রায় ৪০ জন শিক্ষিত বেকার যুবক/ডিপ্লোমা প্রকৌশলীকে বেসরকারী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। চাকরি জীবনের শুরু থেকে নিজেকে বাপিডিপ্রকৌস এর একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রস্তুত করেন। ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে সকল আন্দোলন, সংগ্রামে আপোষহীন সৈনিক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ডিপ্লোমা প্রকৌশলীদের বিপক্ষে প্রশাসনের যে কোন অন্যায় কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদী ও আপোষহীন ছিলেন। পূর্ত প্রশাসন কর্তৃক নিয়োগ বিধি লঙ্ঘন করে ৪৭ জন ড্রাফটসম্যান ও ১ জন ওয়ার্ক এসিসট্যান্টকে অবৈধভাবে উপ-সহকারী প্রকৌশলী পদে চলতি দায়িত্ব প্রদানের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিটকারীদের মধ্যে তিনি একজন। তিনি চাকুরিকালীন ফিলিপাইন, ইতালী, ফ্রান্স, নেদারল্যান্ড ও জার্মানে প্রশিক্ষণ গ্রহণ করেন।

জনাব এনামুল ১৪২২-১৪২৩ টার্মের বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের নির্বাচনে সাংগাঠনিক সম্পাদক পদপ্রার্থী। বিগত দিনে প্রচার সম্পাদক হিসেবে যতটা সাফল্যের স্বাক্ষর রেখেছেন, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে সাংগাঠনিক সম্পাদক হিসেবে আগামী দিনে ডিপ্লোমা প্রকৌশলীদের সকল আন্দোলন-সংগ্রাম ও সুখ-দুঃখে একাত্ব হয়ে কাজ করার ক্ষেত্রে ততোধিক আন্তরিকতা ও যোগ্যতার পরিচয় দিবেন বলে সকলের বিশ্বাস। তিনি আপনাদের মূল্যবান ভোট ও দোয়া কামনা করেন।