প্রার্থীর প্রোফাইল

সহ-সভাপতি (ঢাকা) পদপ্রার্থী

মোঃ হুমায়ুন কবির

মোঃ হুমায়ুন কবির

পদবীঃ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)

কর্মস্থলঃ নগর গণপূর্ত বিভাগ, ঢাকা।

সাংগঠনিক পরিচিতি ও অর্জনঃ

১৪২৯-১৪৩১ : যুগ্ম সম্পাদক-২, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২৬-১৪২৮ : যুগ্ম সম্পাদক-২, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

১৪২২-১৪২৪ : সমাজকল্যাণ সম্পাদক, বাপিডিপ্রকৌস, কেন্দ্রীয় পরিষদ।

২০০৬-০৮ : সাংগঠনিক সম্পাদক, বাপিডিপ্রকৌস, জামালপুর জেলা শাখা।

১৯৯৬-৯৮ : নির্বাচিত ক্লাস প্রতিনিধি, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল।

১৯৯৪-৯৫ : নির্বাচিত সভাপতি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছাত্র পরিষদ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল।

২০১৫-২০১৮ : চাকরি বিষয়ক সম্পাদক, ঢাকাস্থ ভোলা উপজেলা সমিতি।

২০১৫-১৮ : সভাপতি, অগ্রগামী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বহুমূখী সমবায় সমিতি লিঃ, ঢাকা।

২০১২-১৫ : সভাপতি, অগ্রগামী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ, ঢাকা।

১৯৮৮-৯০ : নির্বাচিত ক্লাস প্রতিনিধি, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়, ভোলা।

সদস্য, উপকূল সমিতি, মহাখালী, ঢাকা।

প্রধান পৃষ্ঠপোষক, মোশারফ মিয়া বাড়ী মসজিদ, নবীপুর, ভোলা।

২০১৭-২০১৮ : সহ-সভাপতি, রোটারী ক্লাব অব স্কাইলাইন, ঢাকা।

পৃষ্ঠপোষক সদস্য, ঢাকাস্থ ভোলা জেলা সমিতি।

জীবনবৃত্তান্তঃ

জনাব মোঃ হুমায়ুন কবির বর্তমানে বাপিডিপ্রকৌস কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক-২।

নির্ভীক, সংগ্রামী, স্পষ্টভাষী, অসীম সাহসী এই নেতা সংগঠনপ্রেমী, আত্মপ্রত্যয়ী ও অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর অসম্ভব ক্ষমতা সম্পন্ন। সংগঠনের যেকোন দুর্যোগময় মুহূর্তে সাহসী মুর্তিময় এই নেতা সকল অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। সৃজনশীল ব্যানারের সাহসী সৈনিক হিসাবে পরিচিত, সহমর্মী ও বন্ধুসুলভ এই নেতা ১৪৩২-১৪৩৪ টার্মের আসন্ন নির্বাচনে সহ-সভাপতি (ঢাকা) পদে সম্মানিত সদস্য প্রকৌশলী ভাই-বোনের ভোট, দোয়া ও সমর্থন প্রত্যাশী।